জীবন

যে ছেলে টি সব সময় হাসি মুখে থাকতো
আজ সেই ছেলে টাই অন্য রকম হয়ে থাকে
কেনো সেটাই জানিনা,প্রতিটা রাত ছেলে টি চোখের জ্বল ফেলে যায়
কি দোষ ছিলো ছেলেটির যে এত্ত কষ্ট পাওয়ার কারণ
হইতো ছেলে টার জীবন টাতে কষ্ট লেখা ছিলো
তবে চেষ্টা করে যায় ভালো থাকার
জীবন তো কারো জন্য থেমে থাকে না

Comments